ফেনীতে বিএনপির ঢিলেঢালা হরতাল, বাসে আগুন

এস এম ইউসুফ আলী, ফেনী প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০২৩, ০১:৩৬ পিএম
ফেনীতে বিএনপির ঢিলেঢালা হরতাল, বাসে আগুন

ফেনীতে বিএনপির ডাকা মঙ্গলবার (১২ ডিসেম্বের) সকাল-সন্ধ্যা হরতাল চলছে ঢিলেঢালাভাবে। এর আগে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। সোমবার (১১ ডিসেম্বর) রাতে শহরের সালাউদ্দিন মোড়ের কাঠবাইল্লা এলাকায় এ ঘটনা ঘটে। এতে বাসটির আংশিক পুড়ে যায়।

স্থানীয়রা জানায়, ফেনী শহরে চলাচলকারী গ্রিন টাউন সার্ভিস পরিবহনের বাসটি কাঠবাইল্লা এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাসটিতে কোনো যাত্রী,চালক, সহকারীও ছিলেন না। দুর্বৃত্তরা আগুন দিয়ে পালিয়ে যাওয়ায় স্থানীয় লোকজন দ্রুত হাজির হয়ে আগুন নেভানোর কাজ শুরু করেন। এর মধ্যে বাসটি আংশিক পুড়ে যায়।

এদিকে একই রাতে শহরের দাউদপুর কাঁচাবাজার এলাকায়   দূর্বৃত্তরা তিনটি অটোরিকশা ভাঙচুর করেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। ফেনী মডেল থানার ওসি মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী বলেন,বসে আগুন দেওয়ার খবর পেয়ে পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। শহরে পুলিশি টহল চলছে।

প্রসঙ্গত, ফেনী জেলায় আজ মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি। সোমবার বিকেলে জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে হরতালের ঘোষণা দেওয়া হয়।

এতে বলা হয়, সরকারের পদত্যাগ, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীন নির্বাচন, ফেনীর বাসিন্দা ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব রফিকুল আলমসহ দলের নেতা-কর্মীদের মুক্তি ও সাজা বাতিলের দাবিতে মঙ্গলবার ফেনী জেলায় সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয়।

বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা সোমবার সন্ধ্যায় হরতালের পক্ষে শহরের ইসলামপুর রোডে খণ্ড মিছিল ও স্বেচ্ছাসেবক দলের নেতা–কর্মীরা মশাল মিছিল করেছে।

এআরএস