দোয়ারাবাজারে পেঁয়াজের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০২৩, ০৬:১৫ পিএম
দোয়ারাবাজারে পেঁয়াজের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় পেঁয়াজের মূল্য অতিরিক্ত থাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (১২ ডিসেম্বর) বিকেলে উপজেলার নরসিংপুর বাজারের বিভিন্ন দোকানে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে রব্বানী।

এ সময় তিনি আড়ৎ থেকে  পেঁয়াজ ক্রয়ের মুল্য তালিকা দেখেন এবং গোদামে পেঁয়াজের মজুদ আছে কি না,এসব প্রত্যক্ষ ভাবে যাচাই করেছেন। এবং আড়তের মূল্য তালিকা দেখে তিনি ১২০ টাকা দরে  পেঁয়াজের মূল্য নির্ধারণ করে দিয়েছেন।

তবে কাউকে কোন জরিমানার আওত্বায় আনা হয়নি। প্রাথমিক পর্যায়ে সব দোকানীদের শাষিয়ে দেয়া হয়েছে, যাতে অতিরিক্ত মূল্যে বিক্রি না করা হয়। এবং মূল্য তালিকা দোকানে প্রদর্শন করার কথাও বলা হয়েছে।

দোয়ারাবাজার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফজলে রব্বানী জানান, পেঁয়াজের খুচরা মূল্য প্রতি কেজি ১২০ টাকা নির্ধারণ করা হয়েছে। পেঁয়াজের বাজার দর নিয়ন্ত্রণ রাখতে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে হবে।

এইচআর