কুমিল্লা-৬

স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ আ.লীগ প্রার্থীর

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২৩, ০৯:৫৪ পিএম
স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ আ.লীগ প্রার্থীর

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৬ আসনে স্বতন্ত্র প্রার্থী (ঈগল প্রতীক) মিসেস আঞ্জুম সুলতানা সীমার বিরুদ্ধে নির্বাচনি আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ দায়ের করেছেন একই আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আ ক ম বাহাউদ্দিন।

এ অভিযোগের প্রেক্ষিতে কুমিল্লা-৬ আসনে নির্বাচনি অনুসন্ধান কমিটির চেয়ারম্যান মো. সিরাজ উদ্দিন ইকবাল স্বাক্ষরিত এক বার্তায় আঞ্জুম সুলতানা সীমার কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে।

আগামীকাল ২৭ ডিসেম্বর বেলা ১১টায় নির্বাচনি অনুসন্ধান কমিটি কুমিল্লা-৬ এর অস্থায়ী কার্যালয় ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল, কুমিল্লাতে স্বয়ং অথবা উপযুক্ত প্রতিনিধির মাধ্যমে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

নির্বাচনি অনুসন্ধান কমিটি কর্তৃক প্রেরিত এ সংক্রান্ত এক চিঠিতে এমন তথ্য পাওয়া গেছে।

এইচআর