নৌকায় ভোট না দিলে হাত কেটে ফেলার হুমকি আ.লীগ নেতার

সিঙ্গাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২৩, ১০:০৯ পিএম
নৌকায় ভোট না দিলে হাত কেটে ফেলার হুমকি আ.লীগ নেতার

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের দিন যত ঘনিয়ে আসছে ততই স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলুর (ট্রাক) মার্কার উপর বিভিন্ন হুমকি আসছে। অন্য আরো দুইজন শক্তিশালী প্রার্থী থাকলেও তাদের নিয়ে কোনো মাথা নেই নৌকার মার্কার নেতা কর্মীদের।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সিঙ্গাইর উপজেলার তালেবপুর ইউনিয়নে এক রাস্তার কাজকে কেন্দ্র করে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আলী এসকেন্দার হুমকি দিয়ে বলেন,"এবার আমি ভিতরে থাকবো হাত কাইটা দিমু ট্রাক মার্কায় ভোট দিলে, দেখার আছে সরকার আমার, প্রশাসন আমার, নৌকা আমার" পরে ঘটনাটি ফেসবুক ভিডিওতে দেখা মিলে।

আলী এসকেন্দার মানিকগঞ্জ ২ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এমপি মমতাজ বেগম (নৌকা) মার্কার কর্মী। স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ দেওয়ান জাহিদ আহমেদ টুলুর (ট্রাক) মার্কা গনজোয়ারে ভাসছে। সাধারণ জনগণ টুলুকেই এমপি হিসেবে দেখতে চায়। এ আসনে প্রার্থীর কারনে নৌকা টলমল করছে। অনেক ভোটের ব্যবধানে মমতাজ বেগম পরাজয় হতে পারে বলে ভাবছে মানিকগঞ্জ ২ আসনের সাধারণ ভোটাররা।

এবিষয়ে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সায়েদুল ইসলাম বলেন, প্রতিনিয়তই নৌকা মার্কার নেতা কর্মীরা আমাদের হুমকি দিচ্ছে হরিরামপুরে আমাদের কর্মীদেরকে মারধর করেছে। তবে স্বরযন্ত্র করে স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলু ভাইয়ের (ট্রাক) মার্কাকে কোনো ভাবেই তারা পরাজয় করতে পারবেনা ইনশাআল্লাহ।

এইচআর