ফরিদগঞ্জে ভাষা বীর এমএ ওয়াদুদ সেতুর নির্মাণ কাজের মালামাল চুরি করে নিয়ে যাওয়ার সময় ট্রাকসহ তিন চোরকে আটক করেছে পুলিশ।
শনিবার (১৩ জানুয়ারী) রাতে উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের চরনবলিয়া এলাকায় এস আই ইসমাইল হোসেন ও এএসআই আমজাদ হোসেন সঙ্গীয় ফোর্সসহ রাত্রীকালীন ডিউটি চলাবস্থায় চুরি করা মামলা ও ট্রাকসহ তিন জনকে আটক করে।
আটককৃতরা হলো, চরনবলিয়া এলাকার মৃত আব্দর রহমানের ছেলে মো. মনির হোসেন (৪০), একই এলাকার মৃত জাহাঙ্গীর আলম মিজির ছেলে মো. মিন্টু মিয়া মিজি (৪৩) ও সুবিদপুর পশ্চিম ইউনিয়নের বদরপুর এলাকার মৃত ফাজিল খানের ছেলে মো. রাজু হোসেন (২৭)।
জনা যায়, চরনবলিয়া এলাকার ভাষা বীর এমএ ওয়াদুদ সেতুর নির্মাণধীন কাজের পাইপ ও লোহার এঙ্গেল চুরি করে নিয়ে যাওয়ার সময় তাদের আটক করা হয়।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার তদন্ত ওসি প্রদীপ মন্ডল জানান, ব্রিজের কাজে ব্যবহৃত লোহার পাইপ ও বিভিন্ন সামগ্রী চুরি করে নিয়ে যায় সময় তিন জনকে আটক করে থানায় নিয়ে আসে হয়ে এবং তাদের বিরুদ্ধে চুরি মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।
এইচআর