জুড়ীতে বিজিবি ৫২ ব্যাটালিয়নের শীতবস্ত্র বিতরন

মৌলভীবাজার প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২৪, ০৫:০৭ পিএম
জুড়ীতে বিজিবি ৫২ ব্যাটালিয়নের  শীতবস্ত্র বিতরন

মৌলভীবাজারের জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নের অসহায়-দুস্থ ও চা শ্রমিক হতদরিদ্র শীতার্ত মানুষের মাঝে সোমবার (২২ জানুয়ারি) দুপুরে শীতবস্ত্র হিসেবে ৮০ পিস কম্বল বিতরণ করেছেন বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মেহেদী হাসান।

এ উপলক্ষে মুক্তিযোদ্ধা উচ্চ বিদ্যালয় মাঠে বিজিবি ডাকটিলা  ক্যাম্প আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বিজিবি-৫২ ব্যাটালিয়নের (বিয়ানীবাজার) অধিনায়ক লে. কর্ণেল মেহেদী হাসান।

হতদরিদ্রদের শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিজিবি-৫২ ব্যাটালিয়নের সহকারি পরিচালক মো. নূর হোসেন, বিজিবি ডাকটিলা বিওপি’র ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার মো. মোজাম্মেল হোসেন, রাজকি বিওপি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার রকিবুল ইসলাম, ফুলতলা বিওপি ক্যাম্প কমান্ডার সুবেদার মো, জয়নাল আবেদিন, সিনিয়র সাংবাদিক হারিস মোহাম্মদ, ইউপি সদস্য মো,রাজা মিয়া প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে বিজিবি-৫২ ব্যাটালিয়নের (বিয়ানীবাজার) অধিনায়ক লে. কর্ণেল মেহেদী হাসান বলেন, বেশ কয়েকদিন ধরে দেশব্যাপি শৈত্যপ্রবাহ চলছে। এতে শীতবস্ত্রের অভাবে হতদরিদ্র মানুষেরা চরম দুর্ভোগ পোহাচ্ছেন। অসচ্ছল হতদরিদ্র মানুষের তীব্র শীতকষ্টে আমরা পাশে দাঁড়াতে চাই।

যেকোন দুর্যোগ মুহূর্তে বিজিবি যেভাবে আক্রান্ত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক সহায়তা প্রদান করে সেই ধারাবাহিকতা বজায় রাখতে বিজিবি এই শীতেও সারা দেশে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করছে। বিজিবি’র এধরণের মানবিক কার্যক্রম আগামীতেও  অব্যাহত থাকবে। প্রধান অতিথি চোরাচালান ও মাদক পাচারকারিদের বিরুদ্ধে সজাগ থাকার জন্য সকলের প্রতি অনুরোধ করেন।

এইচআর