অসামাজিক কাজে বাঁধা, ক্ষিপ্ত হয়ে বৃদ্ধের দাঁত উপড়ে ফেলল সন্ত্রাসীরা

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২৪, ০৫:২১ পিএম
অসামাজিক কাজে বাঁধা, ক্ষিপ্ত হয়ে বৃদ্ধের দাঁত উপড়ে ফেলল সন্ত্রাসীরা

চট্টগ্রামের বাঁশখালীর ছনুয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মোজাহেরুল আলম প্রকাশ জুনু নামাক এক বৃদ্ধের উপর হামলা করা হয়েছে। জানা যায়, তিনি অসামাজিক কার্যকলাপে স্থানীয় যুবকদের বাধা দিলে তার উপর ক্ষিপ্ত হয়ে দুই দাঁত উপড়ে ফেলে এবং মুখ মণ্ডলসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে।

এলাকাবাসীরা জানায়, মোজাহেরুল আলম একজন ধার্মিক ব্যক্তি। ধর্মীয় কার্যকলাপ ও সামাজিক কাজে সব সময় নিজেকে নিয়োজিত রাখেন।

অন্যদিকে ঘটনার মূলহোতা ও আক্রমণকারী দুই সহোদর ইয়াকুব মাঝির সন্তানের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন এলাকাবাসী।

এ বিষয়ে ভুক্তভোগী বাঁশখালী কোর্টে মামলা করলে বাঁশখালী‍‍` সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ৭ দিনের মধ্যে বাঁশখালী থানাকে এজাহারে হিসেবে গ্রহণ করে মামলা নেয়ার আদেশ দেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাঁশখালী থানার ওসি তদন্ত সুদাশু শেখর হালদার বলেন, বাঁশখালী আদালত থেকে যে আদেশ এসেছে আমরা যথাসময়ে দায়িত্ব পালন করবো এবং ছনুয়া ইউনিয়ন এক বৃদ্ধাকে আঘাত করে তার দুইটা দাঁত উপড়ে ফেলের ঘটনা আমি জেনেছি। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।

ইএইচ