আশুলিয়ায় ফেনসিডিলসহ দুই কারবারি আটক

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি প্রকাশিত: মার্চ ২৫, ২০২৪, ১২:১১ পিএম
আশুলিয়ায় ফেনসিডিলসহ দুই কারবারি আটক

সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল। এ সময় তাদের হেফাজত থেকে ১৪৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। 

সোমবার (২৫ মার্চ) সকালে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান।

এর আগে সোমবার ভোরে আশুলিয়ার পলাশবাড়ী এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলো- নারায়ণগঞ্জ জেলার বাসিন্দা মো. সজীব (২০) ও কুড়িগ্রাম জেলার বাসিন্দা মো. আল আমিন (১৯)। তবে তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গ্রেফতারকৃত আসামীরা যায় যে, তারা পরস্পর যোগসাজশে বেশ কিছুদিন যাবত দেশের বিভিন্ন স্থান হতে অবৈধ মাদকদ্রব্য ফেনসিডিল সংগ্রহ করে ঢাকার সাভার, আশুলিয়া ও ধামরাইসহ নিকটবর্তী বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের নিকট বিক্রয় করে আসছিলো।

র‌্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান জানান, এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এইচআর