টাঙ্গাইলের মির্জাপুরে একটি গার্মেন্টসের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
বুধবার রাত ১০টার দিকে মির্জাপুর পৌরশহরের মসজিদ মার্কেটের পূর্বপাশে তোফাজ্জল ভবনে হাসানস গার্মেন্টস নামক দোকানে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
মির্জাপুর ফায়ার সার্ভিসের সাব-অফিসার মতিয়ার রহমান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট রাত ১০টা ২৬ মিনিটের দিকে ঘটনাস্থলে পৌঁছায়। পরে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। আগুনে ওই দোকানে সকল ধরনের কাপড় পুড়ে গেছে।
তিনি আরও জানান, তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষতির পরিমাণ জানা যায়নি।
ক্ষতিগ্রস্ত দোকান মালিক ইঞ্জিনিয়ার হাসান শাহরিয়ার বলেন, আমার দোকানে বিভিন্ন ব্যান্ডের পাঞ্জাবি, প্যান্ট, শার্টসহ সমস্ত মালামাল পুড়ে গিয়েছে। ধারণা করা হচ্ছে আনুমানিক প্রায় ৮০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে স্থানীয় সংসদ সদস্য খান আহমেদ শুভ ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ সময় তিনি দোকান মালিক পরিবারকে সান্ত্বনা দেন। এছাড়া ফায়ার সার্ভিসের কর্মকর্তাকে আগামী তিন দিনের মধ্যে দোকানে ক্ষয়ক্ষতির পরিমাণ ও অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে ঘটেছে তা জানতে চেয়ে নির্দেশ প্রদান করেন।
ইএইচ