ফরিদপুরে ঘোড়া দৌড় দেখতে হাজারো মানুষের ভিড়

ফরিদপুর প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২৪, ০৮:৫৫ পিএম
ফরিদপুরে ঘোড়া দৌড় দেখতে হাজারো মানুষের ভিড়

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার চর কাতলাশুর এলাকায় স্বপ্ন নগরে ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় যুবসমাজের উদ্যোগে আয়োজিত ঘোড়া দৌড় প্রতিযোগিতা দেখতে হাজারো মানুষ ভিড় জমায়।

শুক্রবার বিকালে চর কাতলাশুর স্বপ্ন নগর মধুমতি নদী সংলগ্ন মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা ও তত্ত্বাবধানে থাকা উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মো. দেলোয়ার হোসেন জানান, স্থানীয় যুবসমাজের উদ্যোগে এ ঘোড়া দৌড় প্রতিযোগিতায় অনুষ্ঠিত হয়। বিভিন্ন অঞ্চল থেকে আসা ১৪টি ঘোড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রত্যেককে পুরস্কার প্রদান করা হয়। ঘোড়া দৌড় দেখতে কাছের ও দূরদূরান্ত থেকে কয়েক হাজার মানুষ ভিড় জমায়।

স্থানীয় বাসিন্দা মো. আবুল বাশারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আলফাডাঙ্গা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খান বিলায়েত হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌরসভার সাবেক মেয়র মো. সাইফুর রহমান সাইফার, গোপালপুর ইউনিয়নের চেয়ারম্যান খান সাইফুল ইসলাম, পার্শ্ববর্তী নড়াইল জেলার লোহাগড়ার শালনগর ইউনিয়নের চেয়ারম্যান লাবু মিয়া, সাবেক ইউপি সদস্য চর কাতলাশুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মো. মশিউর রহমান, সাবেক সেনা কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা আব্দুস শুকুর মোল্লা প্রমুখ।

ইএইচ