বোরহানউদ্দিনে থানা পুলিশের পক্ষ থেকে পানি ও খাবার স্যালাইন বিতরণ

ভোলা প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ২৪, ২০২৪, ০৮:২৯ পিএম
বোরহানউদ্দিনে থানা পুলিশের পক্ষ থেকে পানি ও খাবার স্যালাইন বিতরণ

ভোলার বোরহানউদ্দিন উপজেলায়  থানা পুলিশের পক্ষ থেকে পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়েছে।

দেশব্যাপী তীব্র তাপদাহের কারণে জেলা পুলিশ সুপার মো. মাহিদুজ্জামান  বিপিএম এর নির্দেশনায়  থানার মোড় এলাকায় বোরহানউদ্দিন থানার পক্ষ থেকে সাধারণ জনগণ, পথচারী, রিকশাচালকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়।

বুধবার (২৪ এপ্রিল)  দুপুরে বোরহানউদ্দিন থানার অফিসার্স ইনচার্জ  (ওসি) শাহীন ফকির বিপিএম, এসআই মো. রোহান সহ অন্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত থেকে পানি ও স্যালাইন বিতরণ করেন এবং তীব্র তাপপ্রবাহের সময় করণীয় সম্পর্কে সাধারণ জনসাধারণ  সচেতনতামূলক পরামর্শ দেন।

এসময় ওসি শাহীন ফকির  বলেন দেশব্যাপী তীব্র তাপপ্রবাহের কারণে অনেক মানুষ হিটস্ট্রোক করছেন, মানুষ যাতে হিটস্ট্রোক না করেন সেই লক্ষে  পুলিশ সুপার মো.মাহিদুজ্জামান এর নির্দেশ কর্মে তীব্র তাপপ্রবাহের সময় করণীয় সম্পর্কে সাধারণ জনগণকে সচেতনতামূলক পরামর্শ দিচ্ছি। পথচারীদের মধ্যে খাবার স্যালাইন ও পানি বিতরণ করছি,এদিকে  জনস্বার্থমূলক এ সমস্ত কর্মকাণ্ডে প্রশংসায় পাচ্ছেন ওসি শাহিন ফকির।

আরএস