সিঁধ কেটে স্বর্ণের দোকানে চুরি

চৌগাছা (যশোর) প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২৪, ০৫:৪৭ পিএম
সিঁধ কেটে স্বর্ণের দোকানে চুরি

যশোরের চৌগাছায় সিঁধ কেটে শহরের স্বর্ণপট্টির উত্তম জুয়েলার্স স্বর্ণের দোকানে চুরির ঘটনা ঘটেছে।

শুক্রবার সকালে দোকান খোলার পর এ চুরির ঘটনা জানাজানি হয়। এ ঘটনায় প্রায় ৫ লাখ টাকার স্বর্ণের গহনা চুরি করে নিয়ে গেছে চোরেরা। উত্তম জুয়েলার্সের মালিক ধীরেন্দ্র নাথ দে পৌর শহরের বাজার পাড়ার বাসিন্দা ও নিশেন্দ্র নাথ দের ছেলে।

উত্তম জুয়েলার্সের মালিক ধীরেন্দ্র নাথ দে জানান, বুধবার সন্ধ্যায় দোকান বন্ধ করে কর্মচারীসহ আমরা বাসায় চলে যায়। চৌগাছা বাজার ব্যবসায়ী সমিতির নিয়ম অনুযায়ী বৃহস্পতিবার সাপ্তাহিক ছুটির দিন দোকান বন্ধ ছিল। সে জন্য আমরা কেউ দোকানে আসেনি।

শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে দোকান খুললে চুরির ঘটনা চোখে পড়ে। চোরেরা দোকানের পিছনের ওয়ালের নীচ দিয়ে সিঁধ কেটে ও ওয়াল ভেঙে ভিতরে ঢুকেছে। এ সময় তারা দোকানের শোকেসে থাকা নাকফুল, লকেট, নেকলেস, চেন, কানের, আংটি, বালা ও মানতাসাসহ বিভিন্ন প্রকার স্বর্ণের গহনা চুরি করে নিয়ে গেছে। চুরি হওয়া গহনার ওজন প্রায় পাঁচ ভরি যার বর্তমান বাজার মূল্য প্রায় ৫ লাখ ৮৭ হাজার টাকা।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে চৌগাছা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী বলেন, এ চুরির ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ইএইচ