ক্রাইম পেট্রোল-সিআইডি দেখে স্ত্রীকে হত্যা করে স্বামী

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি: প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২৪, ০৪:৩৭ পিএম
ক্রাইম পেট্রোল-সিআইডি দেখে স্ত্রীকে হত্যা করে স্বামী

পরকীয়ার সন্দেহে স্ত্রী আনজু খাতুনকে হত্যা করে বাঁশবাগানে ফেলে রাখার অভিযোগ এসেছে স্বামী মোঃ ফিরোজ ওরফে লাল মিয়ার বিরুদ্ধে।

জানা যায়, ভারতের টিভি সিরিজ ক্রাইম পেট্রোল ও সিআইডি দেখে এই হত্যার পরিকল্পনা রপ্ত করে নিহতের স্বামী ফিরোজ। তবে স্ত্রীর লাশ দেখতে এসে গ্রেপ্তার হোন তিনি।

রোববার (২৮এপ্রিল ) দুপুর সাড়ে ১২ টার দিকে আশুলিয়া থানায় প্রেস ব্রিফিংয়ে এ ঘটনার বিস্তারিত জানায় ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ হিল কাফি।

গ্রেপ্তার ফিরোজ মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার রৌহা গ্রামের মৃত হাকিম উদ্দিনের ছেলে। ফিরোজ কাশিমপুর বাগবাড়িতে হাবিবের ভাড়া বাসায় স্ত্রী আনজুকে নিয়ে বসবাস করতো।

অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ হিল কাফি বলেন, গত ২৬ এপ্রিল স্থানীয়দের খবরের ভিত্তিতে কাঠগড়া নয়াপাড়া একটি বাঁশবাগানের ভেতর থেকে ক্ষতবিক্ষত এক অজ্ঞাত নারী পোশাক শ্রমিকের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে পুলিশ নিহতের পরিচয় শনাক্ত করে এবং এ ঘটনার পর থেকে আসামি চিহ্নিত করে গ্রেপ্তার জন্য তদন্ত শুরু করে। সেই প্রেক্ষিতে সন্দেহভাজন হিসেবে তার স্বামী ফিরোজকে জিজ্ঞাসাবাদ করা হলে হত্যার কথা স্বীকার করেন।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, আনজু খাতুন পরকীয়া করছেন এমন সন্দেহ থেকে তাকে হত্যার পরিকল্পনা করে। এজন্য ঘটনার দিন ২৫ এপ্রিল ফিরোজের ব্যবহৃত মোবাইল ও সিম মানিকগঞ্জের নিজ বাড়িতে রেখে আসে এবং নতুন সিম ও মোবাইল কিনে আশুলিয়ায় স্ত্রীর সাথে দেখা করতে আসে সে। পরে আনজু খাতুনের কর্মস্থল ছুটি হলে তাকে নির্জন বাঁশবাগানে নিয়ে প্রথমে প্লাস দিয়ে মাথায় আঘাত করে। আনজু খাতুন অচেতন হয়ে পরলে চোখ উপড়ে ফেলে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়।

এ সময় উপস্থিত ছিলেন, আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এএফএম সায়েদ, ওসি তদন্ত মাসুদুর রহমান ও ওসি ইন্টেলিজেন্ট মিজানুর রহমান।
বিআরইউ