উপজেলা পরিষদ নির্বাচন

ভোটারদের দ্বারে দ্বারে প্রার্থীরা, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি

কিশোরগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২৪, ১১:২৩ এএম
ভোটারদের দ্বারে দ্বারে প্রার্থীরা, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি

আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের প্রতীক বরাদ্দ দেওয়ার পর পাড়া-মহল্লায় বিরাজ করছে উৎসবমুখব পরিবেশ। চলছে বিরামহীন প্রচারণা। ভোটারদের কাছে গিয়ে ভোট ও দোয়া চাইতে দেখা গেছে কিশোরগঞ্জের বিভিন্ন উপজেলার চেয়ারম্যান প্রার্থীদের।

ভোটারদের মন জয় করতে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। প্রথম ধাপের উপজেলা পরিষদের নির্বাচনের বাকি আর মাত্র ১০ দিন। তাই প্রচার-প্রচাণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোট অনুষ্ঠিত হোক এ প্রত্যাশা ভোটারদের।

প্রচারণা চালানো প্রার্থীরা বলছেন, আগামী ৮ মে ভোটের দিন ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে যাবেন এবং ভোট দেবেন। সবাইকে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বানও জানান তারা।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছেন, নির্বাচনে যদি কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে কিশোরগঞ্জ সদর উপজেলায় জমে উঠেছে লড়াই। এ উপজেলায় আওয়ামী লীগের ২ জন ও বিএনপির একজন চেয়ারম্যান পদে নির্বাচনি মাঠে লড়ছেন।

তারা হলেন- বর্তমান উপজেলা চেয়ারম্যান মামুন আল মাসুদ খান, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আওলাদ হোসেন ও বিএনপি থেকে বহিষ্কৃত নেতা নাজমুল আলম।

চেয়ারম্যান পদে তাদের ৩ জনের মধ্যেই ব্যাপক লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। বিরামহীন প্রচারণায় সময় কাটাচ্ছেন তারা। বাড়ি বাড়ি যাচ্ছেন, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। এ ছাড়াও এ উপজেলায় ভাইস চেয়ারম্যান হিসেবে লড়ছেন ১০ জন প্রার্থী।

তারা হলেন- খালেদ সাইফুল্লাহ সাফাত, আব্দুল জলিল, মো. জোবায়ের আলাম রাজিব, মোহাম্মদ জসিম উদ্দিন, শাহজাহান কবীর,  মোহাম্মদ হাফিজ উদ্দিন,  মো. আশরাফুল আরিফ, মোখলেছুর রহমান মিতুল, মো. নজরুল ইসলাম, রিফাত উদ্দিন আহমেদ বচ্চন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন- বর্তমান উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাছুমা আক্তার, জেলা যুবমহিলা লীগের সাধারণ সম্পাদক তাসলিমা ইসলাম সুইটি ও তাহমিনা আক্তার নাজমা।

পাকুন্দিয়া উপজেলায় চেয়ারম্যান পদে লড়ছেন বর্তমান চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনু, এ কে এম দিদার, এ কে এম হাবিবুর রহমান চুন্নু, আতাউর রহমান, এমদাদুল হক জুটন, কামাল হোসেন ও হাজী মকবুল হোসেন।

ভাইস চেয়ারম্যান পদে যারা নির্বাচন করছেন তারা হলেন- আতাউর রহমান, একেএম ফজলুল হক, আবুল কাশেম, মোহাম্মদ জুয়েল।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে মাঠে রয়েছেন- মোছা. ললিতা বেগম, শামসুন্নাহার আপেল।

হোসেনপুর উপজেলায় চেয়ারম্যান প্রার্থী হিসেবে মাঠে নেমেছেন- বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ সোহেল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ হালিম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহ মাহবুবুল হক, মো. নাজমুল আলম, মো. আশরাফ হোসেন, মোস্তাফিজুর রহমান মোবারিছ ও রৌশনারা রুনু।

ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন নাঈম সুজন, আল-আমিন অপু, শফিউদ্দিন সরকার বাচ্চু।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন- সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার ও ছাবিয়া পারভিন জেনি।

উল্লেখ্য, ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৮ মে।

ইএইচ