ব্যতিক্রমী নির্বাচনি প্রচারণায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী সংগ্রাম

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২৪, ১২:৫৬ পিএম
ব্যতিক্রমী নির্বাচনি প্রচারণায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী সংগ্রাম

চতুর্থ ধাপে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। যার প্রথম ধাপে ১৫২ উপজেলায় ভোট হবে আগামী ৮ মে। প্রথম ধাপে মাগুরা শ্রীপুর উপজেলায় নির্বাচনি প্রচারণা শুরু হয়েছে।

নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে শ্রীপুরের বরালিদহা গ্রামে ব্যতিক্রম প্রচারণা চালিয়ে যাচ্ছেন উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ঘোড়া প্রতীক প্রাপ্ত এম. এম মোসতাসিম বিল্লাহ সংগ্রাম।

বৃহস্পতিবার থেকে নির্বাচনি প্রচারণা অফিসে ৫ ধরনের সেবা প্রদান করা হচ্ছে।

ভোটাররা ইচ্ছা করলেই পত্রিকা ও বই পড়তে পারবেন। এছাড়া ভোটারদের ব্লাড প্রেশার মাপা, ডায়াবেটিস পরীক্ষা ও ওজন পরিমাপ করা সুযোগ রয়েছে। এসব সুবিধা সন্ধ্যার পরে প্রদান করা হচ্ছে।

তৃষ্ণার্ত ভ্যানচালক পথচারীদের খাবার পানি ও স্যালাইন বিতরণ করা হয়েছে। আগামী ৬ মে পর্যন্ত এ কার্যক্রম চলবে।

ইএইচ