জিআরএসে অভিযোগ দেওয়ার আহ্বান বরিশাল শিক্ষা বোর্ড চেয়ারম্যানের

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২৪, ০১:২৩ পিএম
জিআরএসে অভিযোগ দেওয়ার আহ্বান বরিশাল শিক্ষা বোর্ড চেয়ারম্যানের

‘স্মার্ট শিক্ষা স্মার্ট দেশ শিক্ষা নিয়ে গড়ব দেশ শেখ হাসিনার বাংলাদেশ’ এ প্রতিপাদ্য বিষয় নিয়ে ঝালকাঠির নলছিটিতে জিআরএস অভিযোগ প্রতিকার ব্যবস্থা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বেলা সাড়ে ১২টায় বরিশাল শিক্ষা বোর্ডের আয়োজনে উপজেলা মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো.ইউনুস আলী সিদ্দিকীর সভাপতিত্বে বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান সিদ্দিকুর রহমান, বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের সচিব সোমনাথ মন্ডল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ারুল আজিম,জুলফিকার আলী ভুট্টো কলেজের অধ্যক্ষ আউয়ুব আলী তালুকদার, বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জলিলুর রহমান আকন্দ, খাগড়াখানা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন।

মতবিনিময় সভায় জিআরএসের মাধ্যমে অনলাইনে শিক্ষকদের যেকোনো বিষয়ে তাদের অভিযোগ করার জন্য আহ্বান করেন বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস আলী সিদ্দিকী।

ইএইচ