দিনাজপুর সদর উপজেলার শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক ওবায়দুর রহমান

দিনাজপুর প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২৪, ০৪:১০ পিএম
দিনাজপুর সদর উপজেলার শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক ওবায়দুর রহমান

দিনাজপুর সদর উপজেলার শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক নির্বাচিত হয়েছেন মো. ওবায়দুর রহমান। তিনি শহরের ঐতিহ্যবাহী চেহেলগাজী শিক্ষা নিকেতন স্কুল এন্ড কলেজের উডব্যাজপ্রাপ্ত সহকারী শিক্ষক।

সোমবার দিনাজপুর শহরে সুইহারীতে চেহেলগাজী শিক্ষা নিকেতন স্কুল এন্ড কলেজে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ এর বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ২৩ জন অভিজ্ঞ বিচারক সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কার্যক্রম পরিচালনা করেন। এতে শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক ক্যাটাগরিতে ওবায়দুর রহমান (উডব্যাজপ্রাপ্ত) শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক নির্বাচিত হন।

এছাড়াও প্রতিযোগিতায় অংশগ্রহণকারী এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জারিগান, হামদ ও নাত, নৃত্য বিষয়ে আরও ৩টি পুরস্কার অর্জন করে।

প্রতিযোগিতায় বিজয়ীদের নাম ঘোষণা করেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মিরাজুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবুল কালাম আজাদ, অ্যাকাডেমিক সুপার ভাইজার, চেহেলগাজী শিক্ষা নিকেতনের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাকিল আহম্মেদ প্রমুখ।

প্রতিযোগিতায় অংশ নেয় সদর উপজেলার সকল স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষার্থীরা।

পরবর্তী সময়ে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে বলে জানান উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মিরাজুল ইসলাম।

ইএইচ