চাঁপাইনবাবগঞ্জে প্রান্তিক কৃষক পাচ্ছেন প্রণোদনার সার ও বীজ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: মে ২, ২০২৪, ০২:০৬ পিএম
চাঁপাইনবাবগঞ্জে প্রান্তিক কৃষক পাচ্ছেন প্রণোদনার সার ও বীজ

চাপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার ১৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ১০ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক পাচ্ছেন উচ্চ ফলনশীল (উফশী) জাতের আউশ ধানের ৫ কেজি করে বীজ ও ১০ কেজি করে ডিএপি ও এমওপি সার।

বৃহস্পতিবার সকাল ১১টায় সদর উপজেলা পরিষদ চত্বরে এসব সামগ্রী বিতরণের উদ্বোধন করা হয়।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান তসিকুল ইসলাম তসি, সদর উপজেলা নির্বাহী অফিসার মোছা. তাছমিনা খাতুন, উপজেলা কৃষি অফিসার সঞ্জয় কুমার সরকার, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আনিসুল হক মাহমুদসহ অন্যরা।

উপজেলা কৃষি অফিসার সঞ্জয় কুমার সরকার জানান, ২০২৩-২৪ অর্থবছরে সরকারের প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ-১ ২০২৪-২৫ মৌসুমে সদর উপজেলায় উফশী জাতের আউশ ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ১০ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে সদর উপজেলা কৃষি অফিস এইসব বীজ ও সার বিতরণ করছে। প্রতিজন কৃষক এক বিঘা করে জমিতে এই ধান আবাদ করবেন।

ইএইচ