উপজেলা পরিষদ নির্বাচন

হরিপুরে সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন, পুষ্প-রিয়াজুল-আশিয়া জয়ী

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি: প্রকাশিত: মে ৯, ২০২৪, ০৪:৫১ পিএম
হরিপুরে  সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন, পুষ্প-রিয়াজুল-আশিয়া জয়ী

ঠাকুরগাঁওয়ের হরিপুরে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ২জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। 
বুধবার (০৮ মে) উপজেলার ৩৬টি ভোট কেন্দ্রে  সকাল ৮টার সময় একযোগে ভোট গ্রহণ শুরু হয়ে বিরতিহীন ভাবে কোন সমস্যা ছাড়াই বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলে।

ভোট গ্রহণ শেষে প্রথমে কেন্দ্র ভিত্তিক ফলাফল প্রকাশ করেন নির্বাচনী দায়িত্বে নিয়োজিত প্রিজাইডিং কর্মকর্তা বৃন্দ। পরর্তীতে "উপজেলা নির্বাচন অফিস হরিপুর" আনুষ্ঠানিক  ভাবে  নির্বাচনী ফলাফল প্রকাশ করেন।

নির্বাচন অফিস কর্তৃক প্রকাশিত ফলাফলে জানা যায়, চেয়ারম্যান পদে জনাব মোঃ আব্দুল কাইয়ুম পুষ্প মোটর সাইকেল প্রতীক নিয়ে ৩২৭৮৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বর্তমান উপজেলা চেয়ারম্যান  জনাব মোঃ জিয়াউল হাসান মুকুল পেয়েছেন ১৯৬৯৯ ভোট।

পুরুষ ভাইস চেয়ারম্যান পদে জনাব মোঃ মোহাম্মদ রিয়াজুল ইসলাম সরকার টিউবওয়েল প্রতীক নিয়ে ৪১০০০ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ মনোয়ারুল ইসলাম রিপন তালা প্রতীক নিয়ে  পেয়েছেন ২৮৭৮৪ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোছাঃ আসিয়া বেগম কলস প্রতীক নিয়ে ৩৬২১৮ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোছাঃ মোকররমা চৌধুরী হাঁস প্রতীক নিয়ে পেয়েছেন ৩৪৩৯৩ ভোট।

হরিপুর উপজেলার সাধারণ মানুষ কোনোরকম প্রতিবন্ধকতা ছাড়াই উৎসবমুখর  পরিবেশে  নির্বিঘ্নে ভোট কেন্দ্রে গিয়ে তাদের মূল্যবান ভোট প্রদান করেছেন বলে ভোটাররা জানিয়েছেন ।

বিআরইউ