তেঁতুলিয়ায় পথশিশু কল্যাণ ট্রাস্টের বৃক্ষরোপণ কর্মসূচি

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি প্রকাশিত: মে ২৩, ২০২৪, ০৪:০৫ পিএম
তেঁতুলিয়ায় পথশিশু কল্যাণ ট্রাস্টের বৃক্ষরোপণ কর্মসূচি

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পথশিশু কল্যাণ ট্রাস্টের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার তেঁতুলিয়া সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে এই বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

তেঁতুলিয়া সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মিজানুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী মন্ডল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবনির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান তৌহিদ হাসান তুহিন, পথশিশু কল্যাণ ট্রাস্টের রংপুর বিভাগীয় কর্মকর্তা মাহবুবুর রহমান, পঞ্চগড় জেলা সমন্বয়ক হারুন অর রশিদ, প্রধান পরিদর্শক আব্দুল রশিদ, পঞ্চগড় সদর উপজেলার সমন্বয়ক মোস্তাফিজুর রহমান তুহিন প্রমুখ।

পঞ্চগড় জেলা সমন্বয়ক হারুন অর রশিদ বলেন, এই শিক্ষাপ্রতিষ্ঠানটি এ বছর চালু হয়েছে, এর কারণে এখনো কোন বৃক্ষরোপণ করা হয়নি তাই আমরা ৬১ প্রজাতির মোট ৩৭১টি গাছ দিয়ে প্রতিষ্ঠানটি সবুজায়ন করতে চাই। আমরা পর্যায়ক্রমে প্রতিটি বিদ্যালয়ের বৃক্ষরোপণ করবো।

ইএইচ