জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ দৌলতপুরের বিজয় হোসেন

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি প্রকাশিত: মে ২৩, ২০২৪, ০৫:৫৯ পিএম
জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ দৌলতপুরের বিজয় হোসেন

কুষ্টিয়ার দৌলতপুরের বিজয় হোসেন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ উপলক্ষ্যে লোকগীতি ক-শাখার জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় সে প্রথম স্থান অধিকার করে।

বিজয় হোসেন দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের ইসলামপুর মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র ও দৌলতপুর উপজেলা শিল্পকলা অ্যাকাডেমির শিক্ষার্থী।

বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টায় দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা শিল্পকলা অ্যাকাডেমির সভাপতি মো. ওবায়দুল্লাহকে আনুষ্ঠানিকভাবে জানানো হলে তিনি বিজয় হোসেনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এ সময় দৌলতপুর উপজেলা শিল্পকলা অ্যাকাডেমির সাধারণ সম্পাদক সরকার আমিরুল ইসলাম, ইসলামপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মহিউদ্দিন উপস্থিত ছিলেন।

গত ২১ মে ঢাকা টিচার্স ট্রেনিং কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত জাতীয় শিক্ষা সপ্তাহের প্রতিযোগিতায় লোকগীতি ক-শাখায় বিজয় হোসেন প্রথম স্থান অধিকার করে। একই প্রতিযোগিতায় সে ২০২৩ সালেও তৃতীয় স্থান অধিকার করেছিল।

এছাড়াও সে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতায়ও শ্রেষ্ঠত্ব অর্জন করেছে।

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ এর প্রতিযোগিতায় বিজয় হোসেন উপজেলা পর্যায়ে দৌলতপুর, জেলা পর্যায়ে কুষ্টিয়া ও বিভাগীয় পর্যায়ে খুলনা বিভাগে শ্রেষ্ঠ হয়।

ইএইচ