বরিশালে বকেয়া বেতনের দাবিতে সংঘর্ষ, পুলিশসহ আহত ১০

বরিশাল ব্যুরো প্রকাশিত: মে ২৩, ২০২৪, ০৭:১৯ পিএম
বরিশালে বকেয়া বেতনের দাবিতে সংঘর্ষ, পুলিশসহ আহত ১০

জুতা উৎপাদনকারী প্রতিষ্ঠান ফরচুন সুজ লিমিটেডে হামলা করেছে শ্রমিকরা। বকেয়া বেতন চাইতে গেলে এ ঘটনার সূত্রপাত। কারখানার নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যরা শ্রমিকদের ওপর ১০ রাউন্ড গুলি বর্ষণ করেছে বলে নিশ্চিত হওয়া গেছে।

এতে অন্তত চার শ্রমিক আহত হয়েছেন। ওদিকে শ্রমিকদের ছোড়া ইটের আঘাতে কাউনিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোস্তাফিজুর রহমান এবং পাঁচ আনসার সদস্যসহ বেশ কয়েকজন শ্রমিক আহত হয়েছেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার দুপুরে বরিশাল বিসিকে অবস্থিত কারখানায় এই ঘটনা ঘটে। কারখানাটি বিপিএলে ফরচুন বরিশাল টিমের মালিক ও বিসিক শিল্পনগরী ব্যবসায়ী সমিতির সভাপতি মিজানুর রহমানের।

আন্দোলনকারী শ্রমিক নিপা হালদার বলেন, কোম্পানি কথা দিয়েছিল প্রতিমাসের ৮ তারিখের মধ্যে বেতন দিবে। কিন্তু তা না দিয়ে এক মাসের বেতন পরের মাসের ২৫ তারিখেরও পরে দেয়। আমরা ফরচুন সুজের কাছে দুই মাসের বেতন পাবো। আজকে সেই বেতন চাইতে গেলে কোম্পানি দুই মাসের বেতন না দিয়ে ১৫ দিনের বেতন দিতে রাজি হন। এতে কিছু শ্রমিক কারখানা থেকে বেড় হয়ে গেলে তাদের আনসার ক্যাম্পে ধরে এনে মারধর করে।

এই শ্রমিক দাবি করেন, মারধরের এক পর্যায়ে গুলিও করে আনসার সদস্যরা।

আরেক আন্দোলনকারী শ্রমিক নাসরিন বলেন, বেতন চেয়েছি। বেতন দিবেন না ভালো কথা, আমার শ্রমিক ভাইদের মারবে কেন? এই খবর শুনে আমরা সবাই জড়ো হয়ে মিছিল করছি। অতিউৎসাহী কেউ কেউ কারখানায় ইট মেরে জানালার গ্লাস ভেঙেছে।

আনসার সদস্য ইউসুফ আলী বলেন, শ্রমিকরা কারখানার কাছে বেতন পাবে। তারা আন্দোলনে নেমে প্রথমেই এসে আমাদের আনসার সদস্যদের ক্যাম্পে হামলা চালায়। আমরা উপরের নির্দেশে ১০ রাউন্ড গুলি বর্ষণ করি। এতে কয়েকজন শ্রমিক আহত হয়েছেন। কেউ নিহত হয়েছেন কিনা জানা নেই।

বরিশাল মেট্রোপলিটন কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা কাজ করছি। এখন পর্যন্ত চারজন শ্রমিক আহত হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। বিস্তারিত পরে জানাবো।

ইএইচ