বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ওমরের বাড়িতে চট্টগ্রামের ডিসি

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২৪, ০৯:১৬ পিএম
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ওমরের বাড়িতে চট্টগ্রামের ডিসি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত বোয়ালখালীর মো. ওমরের পরিবারের লোকজনের সাথে সাক্ষাৎ করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম।

শনিবার সকালে তিনি বোয়ালখালী উপজেলার আকুবদন্ডী আকুবদন্ডী ২ নম্বর ওয়ার্ড হাজী দেলোয়ার হোসেন সওদাগর বাড়িতে যান।

তিনি ওমরের কবর জিয়ারত শেষে পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেন। ওমরের মা-বাবাকে সমবেদনা জানিয়ে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাদি উর রহিম জাদিদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ কে এম গোলাম মোর্শেদ খান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. কামরুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিমাদ্রী খীসা, বোয়ালখালী থানার ওসি খায়রুল ইসলাম, জামায়াত নেতা মো. নাজিম উদ্দীন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রিজাউর রহমান ও সমন্বয়ক সাদিক আরমান প্রমুখ।

ইএইচ