বকেয়া বেতন ও শোকজ প্রত্যাহারের দাবিতে মহাসড়ক অবরোধ

এস এম জহিরুল ইসলাম, গাজীপুর প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২৫, ০৫:৩৭ পিএম
বকেয়া বেতন ও শোকজ প্রত্যাহারের দাবিতে মহাসড়ক অবরোধ

গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতন পরিশোধ, শোকজ নোটিশ প্রত্যাহার এবং বন্ধ কারখানা পুনরায় চালুর দাবিতে বিক্ষোভ করেছেন ‘নীট হরাইজন’ গার্মেন্টসের শ্রমিকরা।

বুধবার সকাল সাড়ে ৭টা থেকে ১০টা পর্যন্ত শ্রীপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বহেরারচালা এলাকায় কারখানার প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে আন্দোলন করেন শ্রমিকরা।

এরপর বেলা ১০টা থেকে সোয়া ১১টা পর্যন্ত গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন তারা। খবর পেয়ে মাওনা হাইওয়ে থানা ও শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে বেলা সোয়া ১১টার পর যান চলাচল স্বাভাবিক হয়।

শ্রমিকদের অভিযোগ, মঙ্গলবার কারখানার ২৯ জন শ্রমিককে শোকজ করে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। এর প্রতিবাদে তারা কর্মবিরতি পালন করলে কর্তৃপক্ষ তাদের কাজে ফেরার আশ্বাস দেয়। কিন্তু বুধবার সকালে এসে দেখতে পান, কারখানার প্রধান ফটকে তালা ঝুলছে। কোনো পূর্ব ঘোষণা ছাড়াই বকেয়া বেতন পরিশোধ না করে কারখানা বন্ধ করে দেওয়া হয়—এর প্রতিবাদেই তারা রাস্তায় নেমেছেন।

কারখানার মানবসম্পদ বিভাগের কর্মকর্তা জসিম উদ্দিন বলেন, “শ্রম আইন ১৩(১) ধারার আওতায় কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে অচিরেই শ্রমিকদের সব পাওনা পরিশোধ করা হবে।”

এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল জানান, “খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সোয়া ১১টার পর থেকে যান চলাচল স্বাভাবিক হয়েছে।”

ইএইচ