মারিশ্যা ২৭ বিজিবির উদ্যোগে বিদ্যালয়ে নগদ অর্থ সহায়তা

ইব্রাহীম, বাঘাইছড়ি প্রকাশিত: মে ২, ২০২৫, ০৭:১০ পিএম
মারিশ্যা ২৭ বিজিবির উদ্যোগে বিদ্যালয়ে নগদ অর্থ সহায়তা

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার ৩২ নম্বর বাঘাইছড়ি ইউনিয়নের মাঝিপাড়া বিওপির অধীনস্থ উল্টাছড়ি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্কুল ড্রেস তৈরির জন্য নগদ অর্থ সহায়তা প্রদান করেছে ২৭ বিজিবি মারিশ্যা জোন।

শুক্রবার মারিশ্যা জোনের পক্ষ থেকে মাঝিপাড়া বিওপি কমান্ডারের মাধ্যমে বিদ্যালয় কর্তৃপক্ষের হাতে ১০,০০০ (দশ হাজার) টাকা তুলে দেওয়া হয়।

এ সময় উল্টাছড়ি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে মারিশ্যা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ বলেন, “২৭ বিজিবি শুধু সীমান্ত নিরাপত্তায় নয়, বরং এলাকার শিক্ষা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডেও সবসময় সহযোগিতা করে আসছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।”

ইএইচ