নারায়ণগঞ্জের ফতুল্লা থানার পাগলা এলাকায় আফসার করিম প্লাজার মালিক নান্টু মিয়াকে হত্যার উদ্দেশ্যে ৩ রাউন্ড গুলি করা হয়েছে। এই ঘটনায় ব্যবসায়ী নান্টু মিয়ার দেহে দুটি গুলি লেগেছে বলে জানিয়েছে পুলিশ।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে পাগলা বাজার এলাকায় আফসার করিম প্লাজার সামনে।
এ সময় আশঙ্কাজনক অবস্থায় নান্টু মিয়াকে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পরে তার অবস্থা গুরুতর দেখে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
জানা গেছে, নান্টু মিয়া ফল কেনার জন্য নিজের প্রাইভেটকার থেকে নামলে দুটি মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায় এবং এরপর সেখান থেকে দ্রুত পালিয়ে যায়।
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম বলেন, “ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং সিসি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। আসামীদের গ্রেফতার করতে পুলিশের অভিযান চলছে।”
ইএইচ