লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে পা পিছলে পড়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন তাঁর এক সহকর্মী।
শনিবার (৩ মে) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার নিজপাড়া গ্রামের জহুরুল হকের বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। নিহত মারুফ (১৮) সদর উপজেলার রাজপুর ইউনিয়নের হিরামানিক গ্রামের বাসিন্দা। তিনি ছিলেন পেশায় নির্মাণ শ্রমিক।
স্থানীয়রা জানান, সকালে ট্যাংক পরিষ্কারের কাজ করতে বাড়ির পেছনে যান মারুফ ও তাঁর সহকর্মী রহিম (২২)। মারুফ প্রথমে নামার চেষ্টা করলে পা পিছলে ভারসাম্য হারিয়ে সোজা নিচে পড়ে যান। তাঁর সঙ্গী রহিম তাঁকে উদ্ধারে ঝুঁকে পড়লেও সফল হননি। পরে স্থানীয় লোকজন চেষ্টা করেও তাঁকে উদ্ধার করতে না পেরে ফায়ার সার্ভিসে খবর দেন।
প্রায় এক ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের কর্মীরা মারুফকে ট্যাংক থেকে মৃত অবস্থায় উদ্ধার করেন। এ সময় অসুস্থ হয়ে পড়েন রহিম। তাঁকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরনবী সরকার বলেন, “ঘটনাটি একটি দুর্ঘটনা বলেই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বিআরইউ