পাবনার আটঘরিয়া উপজেলার হাপানিয়া এলাকা থেকে ২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১২ এর একটি আভিযানিক দল।
সোমবার র্যাব-১২, সিপিসি-২ পাবনার কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ ইলিয়াস খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, র্যাব-১২ এর অধিনায়ক (সিরাজগঞ্জ) এর নির্দেশনায় সিপিসি-২ পাবনার একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, আটঘরিয়া থানার হাপানিয়া এলাকায় কয়েকজন মাদক ব্যবসায়ী মাদক বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।
ওই তথ্যের ভিত্তিতে গত ৪ মে (শনিবার) রাত ৯টা ৪০ মিনিটে অভিযান চালিয়ে দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—জামিরুল প্রামানিক (২৫) এবং মো. জুয়েল রানা (২৫)।
অভিযানকালে তাদের কাছ থেকে ২ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আটঘরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
ইএইচ