কিশোরগঞ্জে বিচার বিভাগের কর্মচারীদের কর্মবিরতি

কিশোরগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: মে ৫, ২০২৫, ০৪:৪৪ পিএম
কিশোরগঞ্জে বিচার বিভাগের কর্মচারীদের কর্মবিরতি

বাংলাদেশ বিচার বিভাগের কর্মচারী এসোসিয়েশন, যোগ্যতার ভিত্তিতে পদোন্নতি ও নিয়োগ প্রদানের দাবিতে কিশোরগঞ্জে দুই ঘণ্টা কর্মবিরতি পালন করেছে কিশোরগঞ্জ আদালতের বিচার বিভাগের কর্মচারীরা।

সোমবার সকাল অফিস সময়ে কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসেন এবং কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য মো. মাহবুবুর রহমানের নেতৃত্বে কিশোরগঞ্জ জেলা জজ কোর্ট প্রাঙ্গণে এই কর্মবিরতি অনুষ্ঠিত হয়।

কর্মবিরতি চলাকালে, অধীনস্থ আদালত ও ট্রাইব্যুনালের বিচারবিভাগের সহায়ক কর্মচারীরা বিচার বিভাগের সহায়ক বেতন-ভাতা, নিয়োগ ও পদোন্নতির দাবিতে ব্যানার হাতে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেন। তারা দাবি করেন, তাদের বেতন ভাতা বিচার বিভাগীয় কর্মচারী হিসেবে প্রথম থেকে ষষ্ঠ গ্রেডের পরবর্তী সপ্তম থেকে দ্বাদশ গ্রেড অনুযায়ী নির্ধারণ করা হোক।

বক্তারা বলেন, সারাদেশে বিচার বিভাগের বিভিন্ন দপ্তর, যেমন গাড়িচালক, পিয়ন, গার্ডসহ অন্যান্য কর্মচারীরা দীর্ঘদিন ধরে সেবা প্রদান করে আসলেও তারা যথাযথ বেতন, বোনাস এবং ছুটিসহ অন্যান্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন।

তারা আরও জানান, তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে এবং বর্তমান সরকারের কাছে তাদের দাবির প্রতি দৃষ্টি আকর্ষণ করেন।

ইএইচ