মনপুরায় শৃঙ্খলা ভঙ্গের দায়ে সহকারী প্রধান শিক্ষক সাময়িক বরখাস্ত

মনপুরা (ভোলা) প্রতিনিধি প্রকাশিত: মে ৯, ২০২৫, ০৫:৪৭ পিএম
মনপুরায় শৃঙ্খলা ভঙ্গের দায়ে সহকারী প্রধান শিক্ষক সাময়িক বরখাস্ত

ভোলার মনপুরা উপজেলার ছমেদপুর বাংলাবাজার মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. মাইনউদ্দিনকে শৃঙ্খলা ভঙ্গ ও বিধি বহির্ভূত নিয়োগের অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

মঙ্গলবার বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

অফিস আদেশে উল্লেখ করা হয়, গত ৮ এপ্রিল বিদ্যালয়ে বিদায়ী প্রধান শিক্ষক এবং ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিখন বনিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে একটি কুচক্রী মহলের মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টি করা হয়, যার সাথে সহকারী প্রধান শিক্ষক মাইনউদ্দিনের পূর্ব থেকে যোগাযোগ এবং দফায় দফায় বৈঠকের প্রমাণ তদন্তে উঠে এসেছে। তিনি অনুষ্ঠানের প্রধান সমন্বয়কের দায়িত্বে ছিলেন।

এছাড়াও অভিযোগ রয়েছে, মাইনউদ্দিন সহকারী প্রধান শিক্ষক পদে নিয়োগের সময় তার পূর্ববর্তী চাকরি সম্পর্কিত তথ্য গোপন করেন এবং স্থানীয় এক প্রভাবশালী আওয়ামী লীগ নেতার প্রভাব খাটিয়ে বিধিবহির্ভূতভাবে নিয়োগ নেন।

সূত্রে জানা যায়, তিনি মনপুরা উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এই পরিচয় ব্যবহার করে তিনি বিদ্যালয়ের ভেতর ও বাইরে বিভিন্ন শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে শিক্ষক-কর্মচারীরা অভিযোগ করেছেন।

অফিস আদেশে আরও উল্লেখ করা হয়, তাকে দুটি কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছিল। এর মধ্যে একটি নোটিশে তিনি অসন্তোষজনক জবাব দেন এবং অন্যটির জবাব দেননি। তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে ৬ মে এডহক কমিটির সভায় তাকে সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়, যা ৭ মে থেকে কার্যকর হয়েছে।

এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করা হলেও মাইনউদ্দিনের মুঠোফোনে একাধিকবার কল করেও সংযোগ পাওয়া যায়নি।

সাময়িক বরখাস্তের বিষয়টি নিশ্চিত করে বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম বলেন, “সহকারী প্রধান শিক্ষক পদে পূর্ববর্তী প্রতিষ্ঠানের তথ্য গোপন করে নিয়োগ নেওয়া এবং বিদায় অনুষ্ঠানে বিশৃঙ্খলার ঘটনায় মাইনউদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পরবর্তীতে তার বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

ইএইচ