পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা রাষ্ট্রদূত (অব.) সুপ্রদীপ চাকমা বলেছেন, কর্মসংস্থান সৃষ্টি ও আত্মনির্ভরশীল হওয়ার সুযোগ করে দিয়ে মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাতে চায় সরকার।
শুক্রবার রাঙামাটি জেলা সদরের রাজবন বিহার কমপ্লেক্স ভবনে বৈশাখী পূর্ণিমার ধর্মীয় অনুষ্ঠানে ধর্মীয় উপাসকদের উদ্দেশে এসব কথা বলেন তিনি।
উপদেষ্টা বলেন, "সরকার দুষ্টচক্রের শাস্তি নিশ্চিত করতে এবং দেশের সম্পদ ও উন্নয়ন কার্যক্রম সুরক্ষিত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের সরকার ক্ষতিকর কর্মকাণ্ড রোধে দৃঢ় প্রতিজ্ঞ।"
তিনি বলেন, "সৎকর্ম যারা করেন এবং কীর্তিমান, তাদের মৃত্যু নেই। একজন মানুষের জন্ম, জ্ঞান ও মৃত্যু তখনই সার্থক হয়, যখন তিনি সকল প্রাণীর মঙ্গলের জন্য নিজেকে উৎসর্গ করেন।"
অনুষ্ঠানে সদ্যপ্রয়াত নবারুণ চাকমার বিদেহী আত্মার শান্তি কামনা করে স্মরণ সভা অনুষ্ঠিত হয়। সেখানে উপদেষ্টা বলেন, "মানুষের জীবন, কর্ম, জ্ঞান ও মৃত্যু—সবই স্মরণে স্থান পায়। তাই নিজেকে কল্যাণকর কাজে নিয়োজিত রাখা প্রয়োজন।"
তিনি সবাইকে সৎকর্মে আত্মনিয়োগ করার আহ্বান জানান এবং বৌদ্ধ ধর্মাবলম্বীদের মঙ্গল কামনায় দান-দাতব্য কার্যক্রমে অংশ নেন। পরে তিনি প্রার্থনায় যোগ দেন, যেখানে সৎচিন্তা, সৎকর্ম ও মৈত্রীর প্রসারসহ সকল প্রাণীর সুখ ও শান্তি কামনা করা হয়। এ সময় তার সহধর্মিণী নন্দিতা চাকমা পাশে উপস্থিত ছিলেন।
ধর্মীয় অনুষ্ঠানে ত্রিপিটকের পাঠ এবং বুদ্ধের জীবন ও বাণী নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় রাজবন বিহারের ভিক্ষু সৌরজগৎ ভান্তে, মঙ্গল তিষ্য, দীপবংশ ভিক্ষু, ধম্যানু ভান্তে ও মগ লায়ন ভিক্ষু বক্তব্য রাখেন।
ইএইচ