মসজিদ নির্মাণে ‘বাধা ও চাঁদাবাজির’ অভিযোগ, গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

বরিশাল ব্যুরো: প্রকাশিত: মে ১০, ২০২৫, ১২:৪৮ পিএম
মসজিদ নির্মাণে ‘বাধা ও চাঁদাবাজির’ অভিযোগ, গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

বরিশালের রায়পাশা করাপুর ইউনিয়নে মসজিদ নির্মাণে বাধা, চাঁদাবাজি ও একাধিক মামলার আসামি হিসেবে পরিচিত সোহেল রানা শান্ত ও শহিদুল ইসলামের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন হয়েছে।

শুক্রবার (৯ মে) দুপুরে ইউনিয়নের মঙ্গলহাটা মৌচাকবাজার বাইতুল মামুর জামে মসজিদ নির্মাণকাজের সামনে এ মানববন্ধনের আয়োজন করেন স্থানীয় বাসিন্দারা।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, “সোহেল রানা শান্ত ও শহিদুল ইসলাম দীর্ঘদিন ধরে এলাকাজুড়ে চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যকলাপে জড়িত। সম্প্রতি তারা এই মসজিদের নির্মাণকাজও জোরপূর্বক বন্ধ করে দিয়েছে।”

বক্তারা বলেন, ‘এরা নিজেদের রাজনৈতিক পরিচয়ের আড়ালে সাধারণ মানুষের ওপর দুঃশাসন চালাচ্ছে। এদের দ্রুত গ্রেপ্তার না করলে শান্তিপূর্ণ সহাবস্থান সম্ভব নয়।’ তারা দাবি জানান, আইনের শাসন প্রতিষ্ঠা করতে এবং ধর্মীয় স্থাপনা রক্ষায় প্রশাসন যেন দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়।

মানববন্ধনে বক্তারা আরও জানান, “মসজিদ নির্মাণের মতো একটি পবিত্র কাজে বাধা দিয়ে এরা পুরো এলাকাবাসীর ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। প্রশাসনের নীরবতা হতাশাজনক।”

মানববন্ধনে উপস্থিত ছিলেন— ১ নং রায়পাশা করাপুর ইউনিয়ন উন্নয়ন পরিষদ ও সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব মনিরুজ্জামান, বাইতুল মামুর জামে মসজিদের সভাপতি তৈয়ব আলী খলিফা, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম সুমন, সহ-সভাপতি আব্দুর রাজ্জাক খান, যুগ্ম সম্পাদক মো. হানিফ খান এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বিআরইউ