মাদারীপুরে দুর্নীতি প্রতিরোধে চলচ্চিত্র প্রদর্শনী ও কুইজ প্রতিযোগিতা

জাহিদ হাসান, মাদারীপুর প্রকাশিত: মে ১৪, ২০২৫, ০৮:৪৫ পিএম
মাদারীপুরে দুর্নীতি প্রতিরোধে চলচ্চিত্র প্রদর্শনী ও কুইজ প্রতিযোগিতা

গণসচেতনতা সৃষ্টি ও শিক্ষার্থীদের মধ্যে সততা চর্চা বৃদ্ধির উদ্দেশ্যে মাদারীপুরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক চলচ্চিত্র প্রদর্শনী ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার সকাল সাড়ে ১১টায় সমাদ্দার বহুমূখী উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 
জেলা তথ্য অফিসের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তারা দুর্নীতি প্রতিরোধে সচেতন ব্যক্তিদের এগিয়ে আসার জন্য জনগণের প্রতি আহ্বান জানান। 

বক্তারা বলেন, শিক্ষার্থীরা দুর্নীতি প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখতে পারে, তাই তাদের ছোটবেলা থেকেই এ বিষয়ে সচেতন করা প্রয়োজন। দুর্নীতির বিরুদ্ধে সফলভাবে লড়াই করতে হলে প্রতিটি ক্ষেত্রে একযোগে গণসচেতনতা বৃদ্ধি করতে হবে। তারা আরো বলেন, যেখানে দুর্নীতি থাকবে, সেখানে সৎ সাহসিকতার সঙ্গে সবাইকে প্রতিরোধে এগিয়ে আসতে হবে।

চলচ্চিত্র প্রদর্শনীর পর আয়োজিত কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসার দেলোয়ার হোসেন, সহকারী তথ্য অফিসার মো. বেনজীর আহমেদ, সমাদ্দার বহুমূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইলিয়াস হোসেন, শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্র-ছাত্রীসহ অন্যান্য অতিথিরা।

ইএইচ