লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় বজ্রপাতে আব্দুল করিম (৬২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বাউরা ইউনিয়নের রসুলপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল করিম রসুলপুর গ্রামের মৃত কফিল উদ্দিনের ছেলে।
বাউরা ইউনিয়ন পরিষদের প্রশাসক ও পাটগ্রাম উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ হারুন মিয়া ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, সকালে আব্দুল করিম পরিবারের সদস্যদের নিয়ে নিজ ভুট্টা খেতে ভুট্টা সংগ্রহের কাজ করছিলেন। এ সময় আকস্মিকভাবে বজ্রসহ বৃষ্টি শুরু হলে, একপর্যায়ে বিকট শব্দে বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই মারা যান।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও পুলিশ পরিদর্শক (তদন্ত) স্বপন কুমার সরকার বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। বিষয়টি আমরা নিশ্চিত করেছি।”
ইএইচ