শিল্পপতি আবুল বাশারকে গ্রেপ্তারের দাবিতে বিএনপির মিছিল

মোহাম্মদ বেলাল হোছাইন, চট্টগ্রাম (দক্ষিণ) প্রকাশিত: মে ১৬, ২০২৫, ০৯:১২ পিএম
শিল্পপতি আবুল বাশারকে গ্রেপ্তারের দাবিতে বিএনপির মিছিল

বাশার গ্রুপের চেয়ারম্যান এবং কেরানিহাট সি ওয়ার্ল্ড রিসোর্ট কমপ্লেক্সের মালিক আবুল বাশার আবুর গ্রেপ্তার ও শাস্তির দাবিতে কেরানিহাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি।

শুক্রবার বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সাতকানিয়া উপজেলা, পৌরসভা ও উত্তর সাতকানিয়া সাংগঠনিক উপজেলা শাখার ব্যানারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। 

মিছিলটি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেরানিহাট এলাকা প্রদক্ষিণ করে সি ওয়ার্ল্ড কমপ্লেক্সের সামনে এসে সমাবেশে পরিণত হয়।

সমাবেশে বক্তব্য দেন- উত্তর সাতকানিয়া সাংগঠনিক উপজেলা বিএনপি নেতা ফরিদুল আলম ফরিদ, যুবদল নেতা আব্দুস সবুর, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাশেদ খান, উত্তর সাতকানিয়া যুবদলের আহ্বায়ক ইফতেখার উদ্দিন রাজীব, ছদাহা ইউনিয়ন বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য মোহাম্মদ লোকমান, ছাত্রদল নেতা আনিসুর রহমান ও ইউনুছ নূরী প্রমুখ।

বক্তারা অভিযোগ করেন, আবুল বাশার আবু বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে দলীয় প্রভাব কাজে লাগিয়ে অপ্রত্যাশিতভাবে বিপুল সম্পদের মালিক হয়েছেন। 

তারা দাবি করেন, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে সরকার সমর্থিত সন্ত্রাসীদের আর্থিক সহায়তা দিয়ে আন্দোলন দমনেও সহযোগিতা করেছেন তিনি। বক্তারা অবিলম্বে তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

ইএইচ