সাতকানিয়ায় দুই ইটভাটাকে জরিমানা

চট্টগ্রাম (দক্ষিণ) প্রতিনিধি প্রকাশিত: মে ২৪, ২০২৫, ০৬:৩৫ পিএম
সাতকানিয়ায় দুই ইটভাটাকে জরিমানা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় পরিবেশবিধি লঙ্ঘনের দায়ে দুটি ইটভাটাকে মোট দুই লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

শনিবার সাতকানিয়া উপজেলার এঁওচিয়া ইউনিয়নের ছনখোলা চূড়ামনি এলাকায় অবস্থিত H.A.B ও M.B.F ব্রিক ফিল্ডে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযোগ ছিল, এসব ইটভাটায় পার্শ্ববর্তী টিলা কেটে অবৈধভাবে মাটি সংগ্রহ করা হচ্ছে।

অভিযানে অভিযোগের সত্যতা পাওয়া গেলে H.A.B ইটভাটার ম্যানেজার রাবেত ইকবাল (৩৮) ও M.B.F ইটভাটার ম্যানেজার মানিক দেবনাথ (৩৬) প্রত্যেককে এক লাখ টাকা করে মোট দুই লাখ টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়।

ভবিষ্যতে এই ধরনের অবৈধ কার্যক্রম থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের কঠোরভাবে সতর্ক করা হয়েছে।

মোবাইল কোর্টের নেতৃত্ব দেন সাতকানিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ফারিস্তা করিম। 

অভিযানে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের সিনিয়র কেমিস্ট জান্নাতুল ফেরদৌস, উপজেলা ভূমি অফিসের কর্মচারী এবং সাতকানিয়া থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।

ইএইচ