দিনাজপুরের হাকিমপুর থানা পুলিশের বিশেষ অভিযান (ডেভিলহ্যান্ট) পরিচালনায় আ.লীগের দুইজনসহ মোট আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার ও শনিবার দিবাগত রাতে উপজেলার বোয়ালদাড় ইউনিয়নের বিভিন্ন এলাকায় এই অভিযান চালানো হয়। গ্রেপ্তারদের মধ্যে আ.লীগের ৭ নম্বর ওয়ার্ডের সভাপতি, খাট্টাউছনা গ্রামের শফি উদ্দিনের ছেলে মোজাফফর রহমান এবং একই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সভাপতি, বানিয়াল গ্রামের জমির উদ্দিনের ছেলে জরিফ উদ্দিন রয়েছেন। তারা বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত ছিলেন।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হোসেন জানান, উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। হাকিমপুর সার্কেল মহোদয়ের দিকনির্দেশনায় তার নেতৃত্বে পুলিশের একটি দল বোয়ালদাড় ইউনিয়নের খাট্টাউছনা ও বোয়ালদাড় বাজার এলাকায় অভিযান চালিয়ে অভিযোগের ভিত্তিতে এই আট জনকে গ্রেফতার করেছে। গ্রেপ্তারদের রোববার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
ইএইচ