‘দেশের জনগণ প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন চায়’

কুড়িগ্রাম প্রতিনিধি: প্রকাশিত: জুন ১১, ২০২৫, ০৬:১৫ পিএম
‘দেশের জনগণ প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন চায়’

প্রয়োজনীয় প্রশাসনিক ও সাংবিধানিক সংস্কারের পরেই দেশের জনগণ অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন চায়, তবে তা যেনতেনভাবে নয়। কুড়িগ্রামে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে এমন বক্তব্য দিয়েছেন জেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল মতিন ফারুকী।

বুধবার সকালে কুড়িগ্রাম উপজেলা মডেল মসজিদের মিলনায়তনে জামায়াতে ইসলামীর শহর শাখার উদ্যোগে এ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল মতিন ফারুকী।

বক্তব্যে তিনি বলেন, যেনতেন নয় বরং দেশের জনগণ প্রয়োজনীয় সংস্কার শেষে অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন চায়।

তিনি আরো বলেন, প্রয়োজনীয় সংস্কার ছাড়াই ফ্যাসিবাদের রেখে যাওয়া প্রশাসন দ্বারা একটি সুষ্ঠু,  নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, শহর জামায়াতের আমির আব্দুস সবুর খান এবং সঞ্চালনায় ছিলেন শহর সেক্রেটারি মাওলানা মো. মতিউর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, কুড়িগ্রাম-২ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মো. ইয়াসিন আলী সরকার।

এ সময় আরও উপস্থিত ছিলেন, জেলার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও স্থানীয় নাগরিকেরা।

বিআরইউ