বড়লেখায় বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন, পাঁচ পদে ভোটগ্রহণ

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি: প্রকাশিত: জুলাই ৫, ২০২৫, ০৪:১৬ পিএম
বড়লেখায় বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন, পাঁচ পদে ভোটগ্রহণ

বড়লেখা পৌর এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র দ্বিবার্ষিক সম্মেলন উপলক্ষে ৫টি পদে নেতা নির্বাচনের লক্ষ্যে কাউন্সিলরদের ভোটগ্রহণ চলছে।

শনিবার (৫ জুলাই) সকালে পায়রা উড়িয়ে ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে ভোটগ্রহণ কার্যক্রম শুরু হয়। ভোটের আয়োজন করা হয় বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে।

ভোট উপলক্ষে আয়োজিত কাউন্সিল সভায় সভাপতিত্ব করেন বড়লেখা সদর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আব্দুল গনি। প্রধান অতিথির বক্তব্য দেন মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য, মৌলভীবাজার-১ আসনের দলীয় মনোনয়নপ্রত্যাশী আলহাজ্ব নাসিন উদ্দীন আহমেদ মিঠু।

কাউন্সিলে পাঁচটি পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে সাংগঠনিক সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আজাদ আলী। বাকি চারটি পদ—সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, সাধারণ সম্পাদক ও সিনিয়র সাধারণ সম্পাদক—এই পদগুলোতে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বিশেষ অতিথির বক্তব্য দেন, বড়লেখা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল হাফিজ। 

সম্মেলনে আগত কাউন্সিলর ও নেতাকর্মীদের মাঝে ছিল উৎসবমুখর পরিবেশ। ভোট গ্রহণ চলাকালে কড়া নিরাপত্তা ব্যবস্থা ছিল বলেও জানা গেছে।

বিআরইউ