বর্ণাঢ্য শোভাযাত্রা, কেক কাটা ও স্মৃতিচারণের মধ্য দিয়ে নাটোর প্রেসক্লাবের ৪ যুগ পূর্তি তথা ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। শনিবার (৫ জুলাই) দুপুরে নাটোর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
অনুষ্ঠানে নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজি আহম্মদ রফিক বাবনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় নেতা এ্যাড. রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন— নাটোর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল হাসান, জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক বাবুল চৌধুরী ও সাইফুল ইসলাম আফতাব, সাবেক পৌর মেয়র কাজী শাহ আলম, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এবিএম মোস্তফা খোকন, ইউনাইটেড প্রেসক্লাবের সভাপতি নাসিম উদ্দিন নাসিম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক আব্দুল্লাহ শিশির, ওবায়দুল্লাহ মিমসহ অনেকে।
অনুষ্ঠানের শুরুতে প্রেসক্লাব চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়, যা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে প্রেসক্লাব মিলনায়তনে ফিরে এসে কেক কাটা ও আলোচনা সভার মাধ্যমে অনুষ্ঠানের মূল কার্যক্রম সম্পন্ন হয়।
অনুষ্ঠানে নাটোর প্রেসক্লাবের ইতিহাস ঐতিহ্য ও জেলা গঠনে নাটোর প্রেসক্লাবের ভূমিকা ও অবদান তুলে ধরা হয়।
বিআরইউ