গুরুদাসপুরে কাদা মাটির রাস্তায় ইউএনও’র পরিদর্শন, দ্রুত পাকা সড়কের আশ্বাস

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি প্রকাশিত: জুলাই ৭, ২০২৫, ০৩:৫২ পিএম
গুরুদাসপুরে কাদা মাটির রাস্তায় ইউএনও’র পরিদর্শন, দ্রুত পাকা সড়কের আশ্বাস

নাটোরের গুরুদাসপুর উপজেলার মশিন্দা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের উত্তর বাহাদুরপাড়ার কাঁচা রাস্তায় বর্ষা মৌসুমে চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী। প্রায় সাত হাজার মানুষের বসবাস এই গ্রামে, কিন্তু স্বাধীনতার ৫৪ বছর পরও রাস্তাটি পাকা হয়নি।

সামাজিক যোগাযোগমাধ্যমে এই দুর্দশার চিত্র ভাইরাল হলে বিষয়টি নজরে আসে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা আফরোজের। 

তিনি মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে রোববার দুপুর দেড়টার দিকে নিজে হেঁটে কাদা মাখা রাস্তাটি পরিদর্শন করেন।

ইউএনওর উপস্থিতিতে এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ছড়িয়ে পড়ে। পরিদর্শনের সময় তার সঙ্গে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মিলন মিয়া এবং পিআইও আমিনুর রশীদ।

এলাকাবাসীর অভিযোগ, রাজনৈতিক কোন্দলের কারণে বছরের পর বছর রাস্তাটি উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে। নির্বাচনের সময় প্রতিশ্রুতি দিলেও কেউ বাস্তবায়ন করেননি। শিক্ষার্থী, কৃষক ও সাধারণ মানুষ প্রতিদিন গোমানী নদী পার হয়ে এই রাস্তা দিয়েই বাজার, শিক্ষা প্রতিষ্ঠান ও মাঠে যাতায়াত করেন।

স্থানীয় বাসিন্দা সাকেরুল ইসলাম, অলী আহমেদ ও খালিদ হাসান বলেন, “ইউএনও ম্যাডাম সরাসরি এসে সমস্যা দেখেছেন, এতে আমরা আশাবাদী। এবার হয়তো স্থায়ী সমাধান মিলবে।”

পরিদর্শন শেষে ইউএনও ফাহমিদা আফরোজ বলেন, “রাস্তাটির দুর্ভোগ আমি নিজ চোখে দেখেছি। দুই থেকে তিন মাসের মধ্যেই এটি পাকা ও টেকসইভাবে নির্মাণ করা হবে। পাশাপাশি গোমানী নদীর ওপর একটি সেতু নির্মাণের কাজও দ্রুত শুরু করার উদ্যোগ নেওয়া হবে।”

উপজেলা প্রকৌশলী মিলন মিয়া জানান, “চলাচলের জন্য আপাতত সবচেয়ে বেশি কাদা জমে থাকা তিনটি স্থানে বালু ও খোয়া ফেলে সাময়িকভাবে রাস্তা চলাচলের উপযোগী করা হবে।”

এলাকাবাসী দ্রুত সড়ক ও সেতু নির্মাণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

ইএইচ