কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অটোরিকশার চাপায় খোকন হাসান (৮) নামের এক শিশু নিহত হয়েছে।
সোমবার দুপুরে উপজেলার তিলাই ইউনিয়নের কালাচান মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হাসান তিলাই ইউনিয়নের দক্ষিণ ছাট গোপালপুর গ্রামের আব্দুল করিমের ছেলে। সে দারুল কুরআন বালক-বালিকা নূরানী মাদ্রাসার দ্বিতীয় জামাতের শিক্ষার্থী ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে মাদ্রাসা থেকে বিরতির সময় হাসান আইস ললি ও খেলনা কিনতে দোকানে যায়। ফেরার পথে দ্রুতগতির একটি অটোরিকশা তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই সে মারাত্মকভাবে আহত হয়। পরে তাকে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত ডিএমএফ বিদ্যুৎ ইসলাম জানান, হাসানকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। তার মাথার পেছনে গুরুতর আঘাত ছিল।
ভূরুঙ্গামারী থানার ওসি আল হেলাল মাহমুদ বলেন, “সড়ক দুর্ঘটনায় নিহত শিশুর পরিবারের পক্ষ থেকে অভিযোগ দেওয়া হয়েছে। দাফনের জন্য লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অটোরিকশা চালক পলাতক রয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”
ইএইচ