পরিকল্পিত নগরায়ন গড়তে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই উল্লেখ করে পাবনার জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম বলেছেন, “বৃক্ষই আমাদের প্রকৃত বন্ধু। এটি আমাদের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করার পাশাপাশি পরিবেশ রক্ষা এবং নগরের সৌন্দর্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই আমাদের উচিত নিজে গাছ লাগানো ও অন্যদেরও এতে উৎসাহিত করা।”
সোমবার “পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্যে পাবনা বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে ৭ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক আরও বলেন, “আমরা চাই ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ-সবল পরিবেশ রেখে যেতে, যাতে তারা সুষ্ঠু বিকাশে সহায়ক একটি সবুজ পরিবেশে বেড়ে উঠতে পারে।”
সকালে জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মেলা প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে অতিথিবৃন্দ ফিতা কেটে, বেলুন ও পায়রা উড়িয়ে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
বিভাগীয় সামাজিক বন কর্মকর্তা কাজী তারিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন—জেলা সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ, অতিরিক্ত পুলিশ সুপার মশিউর রহমান মণ্ডল, পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, সিনিয়র সাংবাদিক আব্দুল হামিদ খান, জেলা প্রশাসন ও বন বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন নার্সারির মালিকরা।
অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। সাত দিনব্যাপী এ মেলায় ৩০টি স্টল অংশ নিয়েছে। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে মেলাটি। এতে ফলদ, বনজ ও শোভা বর্ধনকারী গাছের পাশাপাশি পরিবেশবান্ধব নানা জাতের চারা পাওয়া যাচ্ছে।
ইএইচ