মধুপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত: ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

আ. হামিদ, মধুপুর (টাঙ্গাইল) প্রকাশিত: জুলাই ৭, ২০২৫, ০৬:৩১ পিএম
মধুপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত: ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য প্রস্তুত এবং খাবারে ঢাকনা ব্যবহার না করার অভিযোগে টাঙ্গাইলের মধুপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। 

সোমবার মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীর্জা জুবায়ের হোসেন এ অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে মধুপুর বাজার এলাকার একাধিক হোটেল ও খাবারের দোকান পরিদর্শন করা হয়। খাদ্য সংরক্ষণের অনুপযুক্ত পরিবেশ, অপরিচ্ছন্ন রান্নাঘর এবং খাবারে ঢাকনা না রাখাসহ একাধিক স্বাস্থ্যবিধি লঙ্ঘনের কারণে তিনটি প্রতিষ্ঠানকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে ইউএনও মীর্জা জুবায়ের হোসেন বলেন, “জনস্বার্থে এমন অভিযান নিয়মিত পরিচালিত হবে। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে প্রশাসনের এই কার্যক্রম অব্যাহত থাকবে।”

স্থানীয়রা এই অভিযানকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিত এমন তদারকির মাধ্যমে ব্যবসায়ীদের মধ্যে সচেতনতা বাড়বে এবং জনস্বাস্থ্যের ঝুঁকি হ্রাস পাবে।

ইএইচ