কালিহাতীতে অবসরপ্রাপ্ত সেনা সদস্যের নামে মিথ্যা অভিযোগ: প্রতিবাদে সংবাদ সম্মেলন

টাঙ্গাইল প্রতিনিধি প্রকাশিত: জুলাই ৭, ২০২৫, ০৬:৫২ পিএম
কালিহাতীতে অবসরপ্রাপ্ত সেনা সদস্যের নামে মিথ্যা অভিযোগ: প্রতিবাদে সংবাদ সম্মেলন

টাঙ্গাইলের কালিহাতীতে অবসরপ্রাপ্ত সেনা সদস্য মো. আনিসুর রহমানের নামে মিথ্যা অভিযোগ ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন এলাকাবাসী।

সোমবার দুপুরে উপজেলার পটল বাজার প্রাঙ্গণে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে দুর্গাপুর ইউনিয়ন মহিলাদলের সভাপতি আয়শা সিদ্দিকা স্বপ্না লিখিত বক্তব্যে বলেন, মো. আনিসুর রহমান ১নং দুর্গাপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের কদিমহামজানী গ্রামের বাসিন্দা এবং অবসরপ্রাপ্ত সেনা সদস্য। বর্তমানে তিনি পরিবারসহ এলেঙ্গায় বসবাস করছেন এবং প্লাস্টিক ভাঙারির ব্যবসার সাথে জড়িত।

তিনি অভিযোগ করেন, সম্প্রতি এক ব্যবসায়িক লেনদেনের জেরে পটল বাজার এলাকার সোহেল ব্যাপারীকে পুলিশ আটক করে। পরে সোহেল কালিহাতী থানায় দেওয়া জবানবন্দিতে আনিসুর রহমানের নাম উল্লেখ করে বলেন, তিনি আনিসুরকে মালামাল দিয়েছেন। পরে সোহেলের জবানবন্দিতে আরেক ব্যক্তির নাম উঠে আসলে তাকেও পুলিশ গ্রেফতার করে।

এ প্রসঙ্গে দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আব্দুল লতিফ বলেন, মামলার নথিপত্রে আনিসুর রহমানের নাম কোথাও নেই। শুধুমাত্র একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে পুলিশ তাকে হয়রানি করছে।

এ বিষয়ে কালিহাতী থানার এসআই শহিদুল ইসলাম মোল্লা বলেন, চুরির ঘটনায় একটি মামলা হয়েছে এবং ওই মামলায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে। "আনিস" নামের কাউকে তিনি চেনেন না এবং তাকে হয়রানি করার প্রশ্নই ওঠে না বলে জানান তিনি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, পটল বাজার সমিতির সভাপতি শহিদুল ইসলাম প্রামাণিক, হাজী আঃ মালেক মাষ্টার মাতাব্বরসহ এলাকাবাসী। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও নির্দোষ ব্যক্তিকে হয়রানি না করার দাবি জানান।

ইএইচ