দীঘিনালায় আবারও নিম্নাঞ্চল প্লাবিত, লংগদুর সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি প্রকাশিত: জুলাই ৯, ২০২৫, ০৪:০৪ পিএম
দীঘিনালায় আবারও নিম্নাঞ্চল প্লাবিত, লংগদুর সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

টানা তিন দিনের ভারী বর্ষণে খাগড়াছড়ির দীঘিনালায় মাইনী নদীর পানি বৃদ্ধি পেয়ে দ্বিতীয়বারের মতো উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানিতে তলিয়ে গেছে রাস্তাঘাট, বন্ধ হয়ে গেছে দীঘিনালার সঙ্গে রাঙামাটির লংগদু উপজেলার সড়ক যোগাযোগ।

বুধবার বিকেল ৩টায় সরেজমিনে দেখা যায়, মেরুং ইউনিয়নের হেডকোয়ার্টার এলাকার স্টিল ব্রিজের নিচ দিয়ে পানি প্রবাহিত হওয়ায় সড়ক তলিয়ে গেছে। ফলে দীঘিনালা-লংগদু সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। স্থানীয়রা নৌকা দিয়ে পারাপার করছেন। 

লংগদু থেকে দীঘিনালাগামী পণ্যবোঝাই ট্রাক ও যানবাহন আটকে পড়েছে।

স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নদীর পানি বৃদ্ধির ফলে মেরুং ইউনিয়নের সোবাহানপুর, চিটাগাংইয়্যা পাড়া, হাজাছড়ার একাংশ, কুমিল্লা পাড়া, ৩ নম্বর কলোনি এবং মেরুং বাজারের কিছু অংশ প্লাবিত হয়েছে।

মেরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিনা চাকমা জানান, “ছোট মেরুং বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৬টি পরিবার আশ্রয় নিয়েছে। পানি আরও বাড়লে সন্ধ্যার পর আশ্রয়প্রার্থীর সংখ্যা বাড়তে পারে। আশ্রয়কেন্দ্রে অবস্থানকারী পরিবারদের জন্য খাবার ও বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হবে।”

উল্লেখ্য, এর আগে চলতি বছরের ২ জুন প্রথমবার দীঘিনালার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছিল।

লংগদু থেকে যাত্রী নিয়ে আসা মাহিন্দ্রা চালক মো. নুর নবী জানান, “দীঘিনালায় প্রবেশের পথে বড় মেরুং স্টিল ব্রিজ পানিতে তলিয়ে যাওয়ায় গাড়ি পার করা সম্ভব হচ্ছে না।”

দীঘিনালা আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের বেলুন মেকার সুভূতি চাকমা জানান, গত ২৪ ঘণ্টায় এলাকায় ৮৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

ইএইচ