রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় বিশেষ অভিযানে দুই মাদক ব্যবসায়ীকে ফেনসিডিলসহ গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
সোমবার বিকেল ৫টার দিকে দৌলতদিয়া ইউনিয়নের বাংলাদেশ হ্যাচারির সামনে দৌলতদিয়া-ফরিদপুর মহাসড়কে চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—গোয়ালন্দ উপজেলার উত্তর দৌলতদিয়া সোনাউল্লাহ ফকিরপাড়া এলাকার মো. নায়েব আলী সরদারের ছেলে মো. আসাদুল সরদার (২৮) এবং মো. আজিজুল মণ্ডলের ছেলে মো. সোহাগ ফয়সাল (৩০)।
অভিযানটি পরিচালনা করেন গোয়ালন্দঘাট থানার এসআই (নি.) মো. ফারুক হোসেন বিপিএম-এর নেতৃত্বাধীন একটি পুলিশ দল। অভিযানে আসামিদের কাছ থেকে ২ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
গোয়ালন্দঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাকিবুল ইসলাম বলেন, “গোয়ালন্দঘাট থানা পুলিশ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। আমাদের এলাকাকে মাদকমুক্ত রাখতে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। গ্রেপ্তারকৃত একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।”
রাজবাড়ী জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং ‘জিরো টলারেন্স’ নীতিতে কঠোরভাবে কাজ করবে পুলিশ।
ইএইচ