বাগেরহাটে অ্যাঞ্জিন মেটাল ইন্ডাস্ট্রিজে ডাকাতির মালামাল উদ্ধার, ৯ জন গ্রেপ্তার

বাগেরহাট প্রতিনিধি প্রকাশিত: জুলাই ৯, ২০২৫, ০৫:৩০ পিএম
বাগেরহাটে অ্যাঞ্জিন মেটাল ইন্ডাস্ট্রিজে ডাকাতির মালামাল উদ্ধার, ৯ জন গ্রেপ্তার

বাগেরহাটে হ্যামকো কোম্পানির অঙ্গপ্রতিষ্ঠান অ্যাঞ্জিন মেটাল ইন্ডাস্ট্রিজে সংঘটিত ডাকাতির ঘটনায় লুট হওয়া মালামাল উদ্ধার এবং ঘটনায় জড়িত ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, চট্টগ্রামের সীতাকুণ্ডে অভিযান চালিয়ে প্রথমে ডাকাতির মালামালসহ দুজনকে আটক করা হয়। এরপর রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরও ৫ জন এবং বাগেরহাটের ফকিরহাট এলাকা থেকে আরও ২ জনকে গ্রেপ্তার করা হয়।

উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে—১০ টন অ্যালুমিনিয়াম বার, ১ টন তামা এবং ২.৫ টন তামার তার। এসব মালামালের বাজারমূল্য প্রায় ১ কোটি ২ লাখ টাকা।

বুধবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান বাগেরহাটের পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফ। তিনি বলেন,

“আটককৃতদের মধ্যে পাঁচজন সরাসরি ডাকাতিতে অংশ নিয়েছে। এ চক্রটি আরও কোনো বড় অপরাধ বা ডাকাতির সঙ্গে জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি প্রতিষ্ঠানে কর্মরত কেউ এই ঘটনায় জড়িত ছিল কি না, সেটিও তদন্ত করা হচ্ছে।”

পুলিশ সুপার আরও জানান, “গত ৪ জুলাই গভীর রাতে বাগেরহাটের ফকিরহাট উপজেলার কাটাখালী এলাকায় মহাসড়কের পাশে অবস্থিত অ্যাঞ্জিন মেটাল ইন্ডাস্ট্রিজে হামলা চালায় ডাকাতরা। তারা নিরাপত্তা প্রহরী ও শ্রমিকদের বেঁধে রেখে প্রায় ১ কোটি ২ লাখ টাকার মালামাল লুট করে নেয়।”

ঘটনার পরদিন (৫ জুলাই) প্রতিষ্ঠানটির সহকারী ব্যবস্থাপক মো. আশরাফুল মিজান বাদী হয়ে ফকিরহাট থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তাদের আদালতে পাঠানো হয়েছে। তদন্তের স্বার্থে অধিকতর জিজ্ঞাসাবাদ ও রিমান্ড আবেদন করা হবে বলেও জানানো হয়।

ইএইচ