একসঙ্গে ইসলাম ধর্ম গ্রহণ করলেন মা ও ছেলে

আরিফুর রহমান, নলছিটি প্রকাশিত: জুলাই ৯, ২০২৫, ০৫:৪৬ পিএম
একসঙ্গে ইসলাম ধর্ম গ্রহণ করলেন মা ও ছেলে

ঝালকাঠির নলছিটিতে হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন মা ও ছেলে। 

মঙ্গলবার দুপুরে ঝালকাঠি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হলফনামার (এফিডেভিট) মাধ্যমে তারা ইসলাম ধর্ম গ্রহণ করেন।

ধর্মান্তরিত ব্যক্তি প্রীতিশ মল্লিক এখন থেকে আব্দুর রহমান মল্লিক নামে পরিচিত হবেন এবং তার মা কল্পনা মল্লিকের নতুন নাম রাখা হয়েছে ফাতেমা মল্লিক। তাদের স্থায়ী ঠিকানা যশোর জেলার মনিরামপুর উপজেলার আলীপুর গ্রামে হলেও বর্তমানে তারা নলছিটির চর ষাটপাকিয়া আশ্রয়ণ প্রকল্পে বসবাস করছেন।

নওমুসলিম ফাতেমা মল্লিক বলেন, “ইসলাম পৃথিবীর একমাত্র শান্তির ধর্ম। আমরা বুঝে শুনে স্বেচ্ছায় হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করেছি। আমরা বিশ্বাস করি, একমাত্র ইসলামই পরকালে মুক্তির পথ দেখাতে পারে।”

বিষয়টি নিশ্চিত করে আইনজীবী অ্যাডভোকেট আল-আমিন বলেন, “মা ও ছেলে স্বেচ্ছায় আমার কাছে এসে ইসলাম ধর্ম গ্রহণের ইচ্ছা প্রকাশ করেন। পরে তাদের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে হলফনামা সম্পন্ন করা হয়। আমরা সবাই তাদের জন্য দোয়া ও সহযোগিতা কামনা করছি।”

ইএইচ