সুনামগঞ্জে যৌথ অভিযানে ১ কোটি ৬২ লাখ টাকার চোরাই পণ্য জব্দ

আবু হানিফ, সুনামগঞ্জ প্রকাশিত: জুলাই ১১, ২০২৫, ০৩:১৮ পিএম
সুনামগঞ্জে যৌথ অভিযানে ১ কোটি ৬২ লাখ টাকার চোরাই পণ্য জব্দ

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) যৌথ অভিযানে ১টি কাভার্ডভ্যানসহ শুল্ক ফাঁকি দিয়ে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে আসা বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস ও পশু চিকিৎসা সামগ্রী জব্দ করা হয়েছে। জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৬২ লাখ টাকা।

শুক্রবার ভোরে জগন্নাথপুর উপজেলার হায়দারপুর বাজার এলাকার একটি সড়ক থেকে মালিকবিহীন অবস্থায় এসব চোরাই পণ্য জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির। 

দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর সহায়তায় যৌথ অভিযান চালিয়ে ১৮,৯৭৭ পিস ভারতীয় কসমেটিকস এবং ১৪,৮৭২ পিস কুকুর ও বিড়ালের ওষুধ আটক করা হয়েছে।

তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় বিজিবির নিয়মিত অভিযানে প্রায়ই ভারত থেকে শুল্ক ফাঁকি দিয়ে আসা অবৈধ পণ্য জব্দ করা হয়। তবে এবারের অভিযানের অভিজ্ঞতা ছিল ভিন্ন ধরনের। আগে শাড়ি, লেহেঙ্গা, জিরা, ফুচকাসহ বিভিন্ন সামগ্রী আটক করা হলেও এবার উন্নতমানের কসমেটিকসের পাশাপাশি কুকুর ও বিড়ালের চিকিৎসায় ব্যবহৃত ওষুধও জব্দ করা হয়েছে।

বিজিবির এ কর্মকর্তা আরও জানান, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। জব্দকৃত পণ্য পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য সুনামগঞ্জ কাস্টমস অফিসে হস্তান্তর করা হয়েছে।

ইএইচ